ব্রিটেনের আগাম পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভুত ৩ কন্যাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও সমাবজ বিজ্ঞানের শিক্ষিকা রূপা হক। এছাড়া তৃতীয়বারের মত সাংসদ হয়েছেন রুশনারা আলী। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ এমপি। তারা ৩ জনই লেবার পার্টির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ বিজয়ী হয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে। আর রুশনারা আলী বিজয়ী হয়েছেন বেথনাল গ্রিন এন্ড বো আসন থেকে। অন্যদিকে শিক্ষিকা রূপা বিজয়ী হয়েছেন লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন লড়ে। ২০১৫ সালের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন রুশনারা, টিউলিপ ও রূপা। এবারের নির্বাচনে বাংলাদেশি প্রার্থীর সংখ্যা আরও ৩ জন বেড়ে ১৪ জন।