অনলাইন ডেস্কঃ সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরানে হামলার পর এক ভিডিও বার্তায় এ হুমকি দেয়া হয়। সাইট ইন্টেলিজেন্সের বরাতে বার্তা সংস্থা বিবিসি জানায়, গেলো বুধবার ইরানের সংসদ ভবন ও ধর্মীয় নেতা আয়তুল্লাহ খোমেনীর মাজারের পাশে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৭ জন নিহত হয়। আইএস ইরানে হামলার দায় স্বীকার করে এবং আরো হামলা চালানোর হুমকি দেয়।
ইরানে হামলার আগে ধারণ করা ওই ভিডিও বার্তায় আইএস জঙ্গিরা বলেন, ইরানে প্রথম জিহাদ করা হচ্ছে। আমাদের অন্য ভাইরা ও মুসলমানরা এতে অংশ নেবে। এই ভিডিওটি সৌদি সরকারের জন্য প্রকাশ করা হয়েছে এবং এখানে অন্য ভাইরা বলতে আইএস এর আরেকটি দলকে বোঝানো হয়েছে, যারা সৌদি আরবে হামলা চালাবে বলে দাবি করছে সাইট ইন্টেলিজেন্স। তবে এ বিষয়ে এখনো সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।