ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে নামাজের স্থান পরিবর্তিত হয়ে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
রোববার সকালে আসন্ন ঈদুল ফিতর উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে ধর্মমন্ত্রী সাংবাদিকদের জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
ঈদকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহ মাঠের প্রস্তুতি তত্ত্বাবধান করবে