অনলাইন নিউজ :
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়া থাকায় অভ্যন্তরীণ নৌরুটে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সোমবার রাতে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এর আগে কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সংকেত দিতে বলা হয়। এছাড়া দেশের বিভিন্ন নৌবন্দরে দুর্ঘটনা এড়াতে নৌ চলাচল বন্ধ রাখা হয়। এদিকে, রোববার রাতে ও সকালের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার সদর, পেকুয়া ও টেকনাফের ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।
সোনাদিয়া দ্বীপের কাছে আটকা পড়েছে মালামালবাহী জাহাজ। অনেক এলাকায় গাছপালা ও কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে পড়েছে। আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, দেশব্যাপী শুরু হওয়া ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কারণে সকাল থেকে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।