সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
ঐতিহাসিক চলনবিলের শস্য ও মৎস ভান্ডার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা। আর এই
দুই উপজেলা মিলে ৬৪-সিরাজগঞ্জ- ০৩ আসন গঠিত।
আসন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন
রাজনৈতিক দলগুলো। তারা দলীয় টিকিট (মনোনয়ন) প্রতাশায় প্রচারনা
চালিয়ে যাচ্ছেন। আর এরই ধারা বাহিকতায় এবার ৬৪-সিরাজগঞ্জ- ০৩
আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য গাজী
ম, ম, আমজাদ হোসেন মিলন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড.
হোসেন মনসুর, জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি লুৎফর রহমান দিলু,
কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট,
তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.আব্দুল হক,
আওয়ামীলীগ নেতা ডাক্তার আব্দুল আজিজ ,সাবেক সংসদ সদস্য ইসাহাক
তালুকদারের ছেলে এ্যাড. ইমন তালুকদার, সলঙ্গা থানা আওয়ামী লীগের
সভাপতি রায়হান গফুর, আওয়ামী লীগ নেতা আবুল কালাম হৃদয়,
ব্রিগেডিয়ার নজরুল ইসলাম, আব্দুল হান্নান খাঁন ও আব্দুর হাদী
আলমাজি জিন্নাহ।
অপরদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছে
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপিও। এবার ৬৪-সিরাজগঞ্জ-৩
আসনে ১৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক সংসদ সদস্য
আব্দুল মান্নান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শিশির,
তাড়াশ উপজেলা বিএনপি সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, রায়গঞ্জ
উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক ও ঢাকা আইনজীবী ফোরামের নেতা
অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
এ প্রচারনায় পবিত্র মাহে রমজান মাসে প্রার্থীরা বিভিন্ন
মসজিদ,মাদ্রাসা,ইতিমখানা সহ গ্রামে গ্রামে গিয়ে রোজাদারদের
ইফতার করানো। বিভিন্ন অনুদান বিতরন সহ অনেক কার্যকম চালিয়ে
যাচ্ছেন।