কালো গাড়িটা হোটেলের সামনে থামল। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাব্যবস্থা। রাস্তার অন্য পাশে উৎসুক মানুষ। কিছুক্ষণ পর গাড়ির দরজা খোলা হলো। বেরিয়ে এলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাঁকে দেখেই রাস্তার ওপাশে করতালি। সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী একরকম দৌড় দিয়ে রাস্তার ওপাশে চলে গেলেন। খোঁজ খবর নিলেন সবার।
সুইডেনের স্টোকহোমের ঘটনা। তিনদিনের সফরে দেশটির প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে গত বুধবার রাতে সুইডেন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলা, কুশলবিনিময় করার দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেছেন বাংলাদেশেরই এক সাংবাদিক। তিনি ফেসবুকে তা প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িটি ওই হোটেলে আসার আগেই রাস্তার উল্টোপাশে একদল প্রবাসী বাংলাদেশি দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে নামার পরই করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা। প্রধানমন্ত্রী তাঁদের দেখেই রাস্তার অপর প্রান্তে তাঁদের কাছে চলে যান।
প্রধানমন্ত্রীকে পেয়ে সবাই কে কোথা থেকে এসেছেন বলতে থাকেন। এমনকি বাংলাদেশে কোথায় বাড়ি তাও জানান। এ সময় একাধিক ব্যক্তি জানান, তাঁরা ইতালিতে থাকেন। প্রধানমন্ত্রীকে ইতালি যাওয়ার আমন্ত্রণও জানান তাঁরা।
সুইডেনে এটাই ছিল প্রথম কোনো বাংলাদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। আজ শুক্রবার সফর শেষে সুইডেন ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।