প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ি পালপাড়া গ্রামের বিশ্বনাথ
পালের স্ত্রী গৌরী দেবী (৭২) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশের ধারনা শুক্রবার রাতের যেকোন সময় ওই বৃদ্ধা শয়ন কক্ষের ফ্যানের সাথে
শাড়ি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত গৌরী দেবীর স্বামী বিশ্বনাথ পাল ও জ্যেষ্ঠ ছেলে কপিল প্রসাদ পাল
বলেন, শুক্রবার রাতে খাবার খেয়ে গৌরী দেবী নিজ শয়নকক্ষে শুয়ে পড়েন। পরদিন
গতকাল শনিবার সকালে তাকে ডাকতে গেলে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা
ভেঙ্গে তার ঘরের ফ্যানের সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ
দেখতে পান। বিষয়টি জনপ্রতিনিধিদেরসহ থানা পুলিশকে অবগত করলে পুলিশ
লাশ উদ্ধার করে। দীর্ঘদিন থেকে গৌরী দেবী মানসিক রোগে ভুগছিলেন।
ইতোপূর্বে তিনি দুই গলায় ফাঁস দিয়ে এবং একবার ট্রেনের নিচে ঝাঁপ
দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে নিয়ে পরিবারের লোকজন সার্বক্ষণিক
চিন্তিত থাকতো।
প্রতিবেশী সাবেক মহিলা কাউন্সিলর উর্মিলা গুপ্তা বলেন, গৌরী দেবীকে
নিয়ে পরিবারের লোকজন খুব বিচলিত থাকতেন। তার মাথার সমস্যার কারণে
বারংবার আত্মহত্যার চেষ্টা করেছেন। কিন্তু এবার বাড়ির লোকজনদের অলক্ষে তিনি
শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পৌর মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, গৌরী দেবী সময় সুযোগ
পেলেই আত্মহুতি দেওয়ার জন্য চেষ্টা চালাতেন। মানসিক রোগের কারণে তাকে
নিয়ে পরিবারের লোকজন এক প্রকার পাহারা দেওয়ার মতো নজরদারীতে রাখতো।
কিন্তু ঘুমাতে গিয়ে এমন কাজ করবেন তা কেউই বুঝতে পারেননি।
পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আব্দুর রহমান বলেন, গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যাকারি বৃদ্ধা দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগের চিকিৎসক জ্যোতির্ময়
রায়ের চিকিৎসাধিন ছিলেন। ইতোপূর্বেও তিনি একাধিকবার তিনি
আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মৃত্যুর বিষয়ে পরিবার এবং প্রতিবেশিদের কারো
কোন অভিযোগ না থাকায় মরদেশের সুরতহালের পর পরিবারের কাছে মহদেহ হস্তান্তর
করা হয়েছে।