বেনাপোল প্রতিনিধিঃ
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে আজ শনিবার দুপুরে প্রানিরোগ প্রতিরোধ
,পশুখাদ্য আমদানির ধারা ও নিয়šন্রন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় বেনাপোল কাস্টমস
অডিটরিয়ামে। অনুস্ধসঢ়;ঠানে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন প্রধান
অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস কমিশনার মো: শওকাত হোসেন, ৪৯ বিজিবির
অদিনায়ক লে; কর্নেল আরিফুল হক ও শার্শা উপেজলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জ
।
খুলান বিভাগীয় উপ পরিচালক ড; মো: নাছির উদ্দিন এর সভাপতিত্বে পশু খাদ্য আমদানির
ওপর বক্তব্য রাখেন, বেনাপো ল সিএন্ডএফ এজন্টস এসোশিয়েশনের সাধারন সম্পাদক
এমাদাদুল হক লতা, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, কাস্টমস’র
এ আরও মাহবুব হোসেন, নেতৃতবৃন্দ বলেন, চোরাইপথে যে সব গরু ভারত থেকে
বাংলাদেশে আসে সে সব গরুর কোন স্বাস্থ্য পরীক্ষার বিধান না থাকায় দেশে রোগ
বাহিীত পশুর সংখ্যা বাড়ছে ক্রমেই। এসব প্রতিরোধে বেনাপোল’র পুটখালীর গরুর
খাটালে পশু চিকিৎসক দিয়ে গরুর রোগ নর্নয় করে প্রত্যায়ন পত্র দিলেই কেবল সে সব
গরু কেই দেশের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেয়া হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।