স্পোর্টস ডেস্কঃ
আইসিসির পূর্ণাঙ্গ সদস্য পদ পেয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভায় আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে সদস্য পদ দেয়া হয়।
এর মধ্য দিয়ে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আবির্ভূত হলো তারা। এখন থেকে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি।
আফগানিস্তান ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়। ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলে আফগানিস্তান। এরপর ২০১৬ সালে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে।
আয়ারল্যান্ড ২০০৭ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলে। বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ওঠে। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষেও জয় পায়। এরপর ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলে। ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে।