সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সে অনুযায়ী দেশগুলোতে রোববার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাস শেষে শনিবার নতুন চাঁদ দেখা যাওয়ার সন্ধ্যায় বৈঠক করে এ সিদ্ধান্ত জানায় সৌদি সরকারের সংশ্লিষ্ট কমিটি। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ আরও কয়েকটি দেশের সংবাদমাধ্যম রোববার ঈদ উদযাপনে সরকারের ঘোষণার কথা জানায়।
এদিকে মধ্যপ্রাচ্যের বাধে ইন্দোনেশিয়া, জার্মানি, সুইডেন, সিঙ্গাপুর, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, অস্ট্রেলিয়াও ব্রুনাইসহ বিশ্বের কয়েকটি দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখে গেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানেরা এ দিনটি ধর্মীয় কর্তব্যপালনসহ খুব আনন্দর সঙ্গে পালন করে থাকে।
হিজরি বর্ষপঞ্জী অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। তবে এই পঞ্জিকা অনুসারে কোনো অবস্থাতে রমজান মাস ৩০ দিনের বেশি দীর্ঘ হবে না। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তিতে শাওয়ালের প্রারম্ভ গণনা করা হয়।
ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলাতুল জায়জা এবং চলতি ভাষায় “চাঁদ রাত” বলা হয়। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, এই কথা থেকেই চাঁদ রাত কথাটির উদ্ভব। ঈদের চাঁদ স্বচক্ষে দেখে তবে ঈদের ঘোষণা দেয়া ইসলামী বিধান।
মুসলমানদের জন্য ঈদের পূর্বে পুরো রমজান মাস রোজা রাখা হলেও ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ বা হারাম। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের নানা প্রান্তের অনেক দেশ ঈদ উদযাপন করে।