ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা বাজারের ইসলামী
আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গতকাল ১৯ শে জুলাই ২০১৬ মঙ্গলবার বিকাল ৩
ঘটিকার বিতর্কিত শিক্ষা নীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষা আইন এবং
সর্বনাশা হিন্দুত্ববাদী ও নাস্তিকবাদী সিলেবাস রুখে দাড়াও দেশবাসী এই
দাবীতে নলডাঙ্গা ইউনিয়নেরর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি
নাছির উদ্দিনের সভাপতিত্বে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এক ঘণ্টা ব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের
ঝিনাইদহ জেলার সহ সভাপতি ডাঃ মনতাজুল করিম ইসলামী শাসনতন্ত্র ছাত্র
আন্দোলনের ঝিনাইদহ জেলার সভাপতি আব্দুল জলিল, ইসলামী শ্রমিক
আন্দোলনের কালীগঞ্জ উপজেলার সভাপতি হাফেজ সোলাইমান হোসেন,
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক
হাফেজ জহুরুল ইসলাম,নলডাঙ্গা ইউনিয়নেরর ইসলামী আন্দোলন বাংলাদেশের
সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।
মানব বন্ধনে বক্তাগন বলেন বর্তমান সরকারের হিন্দুত্ববাদী ও নাস্তিকবাদী
শিক্ষা নীতি বাতিল করে পূর্বের শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। বর্তমান
সন্ত্রাস জঙ্গিবাদ দমন করে জনসাধারণের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা
প্রদানের আহবান জানান।
আরও বলেন শিক্ষা আইনের ১১ নং ধারার ২ নং উপধারায় বলা হয়েছে যে নিবন্ধন
ব্যাতিত কোন অবস্থাতেই কোণ বেসরকারি বিদ্যালয় বা মাদ্রাসা স্থাপন ও
পরিচালনা করা যাবে না। অতএব সরকার এক মুখী শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ
নিলেই দেশে হাজার হাজার কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এদেশে কওমি
মাদ্রাসা বন্ধ করতে পারলেই এ দেশ থেকে ইসলাম বিদায় করা সহজ হবে।
ইতিমধ্যে জাতীয় শিক্ষা নীতির আলোকে তৈরি অভিন্ন সিলেবাসের
কারনে আলিয়া মাদ্রাসা গুলোতে পৌত্তলিক ও নাস্তিকবাদি শিক্ষা চর্চা
ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মানব বন্ধন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
করে মোনাজাত করেন।