রিপোর্ট ,এম এ কালাম শরীফ:
আজ রবিবার, ২৫ জুন ২০১৭ পেনসেলভেনিয়ার বাঙ্গালীদের প্রাণকেন্দ্র আপারডার্বির মদিনা
মসজিদ সংলগ্ন কার্ডিংটন প্লে-গ্রাউন্ডে বাঙ্গালীদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তাছাড়া ল্যান্সডেল জামে মসজিদ, নর্থ-ইস্ট ইসলামিক সেন্টার, বেনসেলাম ইসলামিক সেন্টার,
মরিছভিউল, হেডফিল, কসবিল, হ্যাভার টাউন, মিডিয়া এবং আরও অন্যান্য কাউন্টি গুলোতে
একইভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি মসজিদে ফোন করে জানা যায়, ঈদ-উল ফিতরের
জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হয়। আরও জানা যায়, সব গুলো জামাত সকাল ৮ থেকে শুরু করে ৯ টার
মাঝে অনুষ্ঠিত হয়। আপারডার্বি মদিনা মসজিদের বৃহত্তর জামাতটিতে ইমামতি করেন- হাফেজ
মাওলানা হিফজুর রহমান। মসজিদ সভাপতি কামাল রহমান বলেন, বিগত আট দশ বৎসরের ঈদের
জামাতের তুলনায় এবারের ঈদের জামাতের অংশগ্রহণ ছিল অনেক বেশী। মেয়েদের জামাতের বিশেষ
ব্যাবস্থা থাকায় উপস্থিতিও ছিল অনেক বেশী। তাছাড়া নতুন প্রজন্মের তরুণ-তরুণী, শিশু-কিশোর
এবং বয়োজ্যৈষ্ঠদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পরার মত। সভাপতি জনাব কামাল বলেন,
গত এক বৎসর যাবত পেনসেলভেনিয়া স্টেটে মদিনা মসজিদের অধীনে আপারডার্বিতে নিউইয়র্কের
দারুল উলুম মাদরাসা তত্ত্বাবধায়নে হাফেজিয়া মাদরাসা চালু করা হয়েছে। আপারডার্বির এই
মাদরাসায় যদি কোন ছেলে-মেয়ে কুরআনে হাফেজ অথবা হোম স্কুল করতে আগ্রহী ছেলে মেয়েদের
পিতা-মাতাকে অনুরোধ করা যাচ্ছে। প্রত্যেক পিতা-মাতার দৃষ্টি আকর্ষণ করে তিনি তাদের
সন্তানদের উক্ত মাদরাসায় ভর্তি হবার জন্য উৎসাহ প্রদান করতে বলেন। সম্মানিত সভাপতি
পেনসেলভেনিয়া, ডেলোয়ার, নিউজার্সি ট্রাই-ষ্টেটের বাংলাদেশী পিতা-মাতাকে এই মাদরাসা এবং হোম
স্কুলে সহযোগিতা করার লক্ষ্যে তাদের সন্তানদের উদ্বুদ্ধ করেন।
পরিশেষে তিনি উপস্থিত সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান এবং এই আনন্দ যাতে সবার মাঝে
সারা বছর বিরাজ করে সেই আহ্বান জানান।