বাংলার প্রতিদিন ডটকমঃ
রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ শুরু হয়।
ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংসদ সদস্য (এমপি) বি এইচ হারুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
নামাজে ইমামতি করেন মুফতি মিজানুর রহমান। নামাজ শেষে খুতবা পড়েন তিনি। পরে তিনি দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।
এর আগে ঈদের প্রধান জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
গত বছর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবার ঈদগাহের নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ঈদগাহের নিরাপত্তায় সোয়াট টিম, ডগ স্কোয়াড ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে শুধু জায়নামাজ ছাড়া মোবাইল ফোন বা কোনো ধরনের ডিভাইস নিষিদ্ধ করা হয়।
শুধু ঈদগাহ মাঠের ভেতরই বসানো হয় ৬৪টি সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতিসহ বিশিষ্টজন ঈদের নামাজ পড়তে আসেন হাইকোর্টের ফটক দিয়ে। নিরাপত্তা তল্লাশির পরই সবাই ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।