আন্তর্জাতিক ঃ
ঈদুল ফিতরে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।নিজের অফিসিয়াল টুইটার ও ফেসবুকে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় ভিডিওবার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানান তিনি।
ভিডিওতে এ উৎসবের দিনটিকে কেন্দ্র করে মুসলিম উম্মাহদের শান্তিও কামনা করেন তিনি।এতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজেই কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে খাবার প্যাকিং করছেন।আলাদা বিবৃতিতে রমজান মাসের গুরুত্ব নিয়ে তিনি বলেন, শুধু দৈহিক নয়, আত্মার পরিশুদ্ধতার জন্য মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম।
সারাবিশ্বের কানাডার মুসলিম সম্প্রদায়ের মানুষও এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে বলে জানান ট্রুডো। ২০১৫ সালের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৪০ হাজারের বেশি সিরিয়ান রিফুজিকে কানাডায় জায়গা দিয়েছে ট্রুডো সরকার।
[vsw id=”kcNus8jabow” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]