মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের
পাঁচবিবিতে দন্ত চিকিৎসকের ভূল চিকিৎসায় মাছুম রানা (৩৭) নামে একজনের মৃত্য
হয়েছে। মৃত মাছুম রানা উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা সোনাতলা গ্রামের মোশারফ
হোসেনর ছেলে। নিহতের স্বজনরা জানায়, মাছুম রানা তার দাঁতের ব্যাথার কারনে ২/৩দিন
পূর্বে পাঁচবিবি উপজেলার একটি দন্ত চিকিৎসালয়ে চিকিৎসা করান। তারই
ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে উক্ত দন্ত চিকিৎসালয়ে গেলে সেটি বন্ধ থাকায়
পাঁচমাথা নামক স্থানে ডাঃ মুঞ্জুরুল ইসলাম টিটু এর দন্ত চিকিৎসালয়ে যান। এসময়
তিনি তাকে চেতনা নাশক একটি ইনজেকশন পূশ করলে ছটফট করতে থাকে। অবস্থা
বেগতিক দেখে তিনি তড়িঘড়ি করে মাইক্রোযোগে রোগীকে বাড়ীতে পাঠিয়ে দিলে
পথ্যিমধ্যে তার মৃত্য ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে
পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য পুলিশ লাশ
পাঁচবিবি থানায় নিয়ে যান। এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ
আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।