হিলি(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তবর্তী
এলাকার ৩নং আলীহাট ইউনিয়ানে ২নং ওয়ার্ড জাংগই গ্রামের গ্রামপুলিশ শ্রী
অগুনাথ চন্দ্রকে(২৯) এক ইয়াবা সেবনকারী প্রচুর মারধর করে।এলাকাবাসী
সূত্রে জানান যায়,গত শনিবার সন্ধ্যায় ইয়াবা সেবক মেন্টেল(৩৬) নামে একজনকে
আটক করে পুলিশ।আটকৃত মেন্টেল টাকা দিয়ে জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার
বাড়িতে আসে এবং বুধবার সন্ধ্যাবেলা জাংগই উচ্চ বিদ্যালয় মাঠে ঐ
গ্রামপুলিশকে ডেকে এনে বলে তুমি আমাকে পুলিশে কাছে ধরিয়ে দিয়েছো এই বলে
তাকে মারধর করতে থাকে।এক পযার্য়ে এলাকাবাসী গ্রামপূলিশকে উদ্ধার করে
প্রাথমিক চিকিৎসা প্রদান করে।এই রিপোর্ট তৈরি পযর্ন্ত থানায় কোন মামলা হয়
নি।