নিজস্ব প্রতিনিধি:
ঈদের ছুটিতে ঢাকা বিশ^-বিদ্যালয় সহ রাজধানীর বুয়েট ও
বিভিন্ন বিশ^-বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীরা সুনামগঞ্জের
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে চোরের কবলে পড়ে
খুইয়ে গেছেন লাখ টাকার আইফোন, নগদ টাকা, জামা-
এমনকি জুতোজোড়া। এ ঘটনায় বুধবার রাতে তাহিরপুর
থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ শিক্ষাথীরা।’
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, ঈদুল ফিতরের
ছুঁটিতে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে দুটি
গ্রপে বিভও হয়ে ঢাকা বিশ^-বিদ্যালয়, বুয়েট সহ রাজধানীর
বিভিন্ন বিশ^-বিদ্যালয়ে পড়–য়া মঙ্গলবার কমপক্ষে ২০ শিক্ষার্থী
ভ্রমণে আসেন। উপজেলা সদর থেকে ট্রলার ভাড়া করে ওইসব
শিক্ষার্থীরা মঙ্গলবার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকর্ধৈসঢ়;পর
নৌকাঘাটে রাত্রী যাপন করেন। রাতের কোনএক সময় সংঘবদ্ধ
চোরেররা শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকার সুবাধে দুটি ট্রলার
থেকে ৫ শিক্ষার্থীর ২টি আইফোন আরো ৩টি এনড্রয়েট
মোবাইল ফোন, ৩টি পাওয়ার ব্যাংক , নগদ ৭ হাজার ২ ’শ টাকা,
কাপড়ের ব্যাগ ও কয়েকজোড়া জুতো চুরি করে নিয়ে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ^-বিদ্যালয়ের এক শিক্ষার্থী
রাতে বলেন, ট্যাকেরঘাটে পুলি ফাঁড়ি, আনসার ক্যাম্প থাকায়
নিরাপদ মনে করে আমরা সেখানেই দুটি ট্রলার পাশাপাশী নোঙ্গর
করে রাত্রী যাপন করি, কিন্তু রাতে সেখানে পুলিশ বাআনসারের
কোন টহল তৎপরতাই দেখা যায়নি। পরে শিক্ষার্থীরা দিনভর ট্রালারের
মাঝি ও স্থানীয় লোকজনের সহায়তায় চুরি হওয়া মোবইিল ফোন
সেট ও অন্যান্য মালামাল উদ্ধারে ব্যার্থ বিষযটি স্বশরীরে এসে
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যন কামরুজ্জামান কামরুলকে
অবহিত করলে তিনি থানা পুলিশে অভিযোগ করার পরাশর্ম
প্রদান করেন।
ওই শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বললেন, ওই চুরির ঘটনায় ট্রলারের
মাঝিরা ও স্থানীয় চোর সিন্ডিক্যাট জড়িত কারন লোকমুখে
জেনেছেন ওই ঘাটে প্রায়ই পর্যটকদের মালামাল ও মোবাইল
ফোন ক্যামরাসহ মালামাল চুরি ঘটনা ইতিপুর্বেও ঘটেছে,আর
দুর দুরান্তের লোক হওয়ায় গন্তব্যে ফিরের যাবার তাগদা থাকায়
পুলিশও চুরির ঘটনা জেনেও তা প্রতিরোধে কার্যত কোন
ব্যবস্থাই নিচ্ছেননা।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর যুগান্তরকে জানান,
চুরি হওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষে একজন লিখিত করলে রাতে
এটি সাধাারন ডায়েরী করা হয়, চুরি যাওয়া মোবাইল ফোন
সেট ও অন্যান্য মালামাল উদ্যারে পুলিশ বৃহস্পতিবার অভিযানে
নামবে বলেও জানান তিনি।