রামগঞ্জ প্রতিনিধি : এলডিপির কেন্দ্রীয়
কর্মিটির সিনিয়র যুগ্নমহাসচিব
সাহাতাদ হোসেন সেলিমের লক্ষ্মীপুরের
রামগঞ্জ পৌরশহরের বাসভবনে গতকাল মঙ্গলবার
সন্ধ্যায় দুবৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক
ভাংচুর করেন। এ সময়ে এলডিপির নেতা
কাউসার মাল,মাহবুব আলম,সাহলামসহ
১০জন আহত হয়।
সেলিম জানান গত প্রায় তিন মাসব্যাপী
তিঁনি এলডিপির কার্যক্রম চালিয়ে
আসছেন।
রাজনৈতিক প্রতিহিংসা বিরোধী দল সহ
উপজেলার বিএনপির একটি অংশ দুবৃত্তদের
আর্থিক সহায়তা এ হামলা করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
মাহবুবুর রহমান বাহার ভিপি জানান
সেলিমের বাড়িতে হামলার ঘটনায়
বিএনপি জড়িত নহে।
উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো:
সাহজান জানান এলপিডির বসত বাড়িতে
হামলার ঘটনায় বিএনপি নেতৃত্বাধীন
জোটের কোন্দলে হতে পারে। তিনিঁ জানান
তাঁর কোন নেতাকর্মিরা এ হামলা করেননি।