মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর প্রতিনিধি,
বৃহস্পতিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার শিবপুর গ্রামে
ইসমোবাইল চুরির ঘটনায় নাহিদ লাম অন্তর (২২) নামে এক যুবককে ৬
মাসের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমান আদালত। নাহিদ ইসলাম অন্তর
উপজেলার শিবপুর খাঁপাড়া গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, রাত
আনুমানিক তিন টার দিকে শিবপুর খাঁপাড়া গ্রামের লুৎফর রহমানের
বাড়িতে বেলকোনির তালা ভেঙ্গে ঘরে ঢুকে নাহিদ ইসলাম অন্তর বালিশের
নিচে থাকা একটি স্মার্ট ফোন নিয়ে পালানোর সময় ধরা পড়ে। পরে
পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালতে
সোর্পদ করা হলে বিচারক ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে
পাঠানোর নির্দেশ দেন।