অনলাইন ডেস্কঃ
আমাদের ধৈর্য কম। শুধু চেষ্টা করি কে কার আগে যাব। এসবের ফলে সড়কে দুর্ঘটনা ঘটে। সাধারণ মানুষের প্রাণহানী ঘটে। সবার মনে রাখতে হবে- সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।বৃহস্পতিবার সংসদের বাজেট আলোচনায় এ কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অনেক সময় আগে যাওয়ার জন্য উল্টো দিকে গাড়ি ঢুকিয়ে যানজটের সৃষ্টি করি। ভিআইপিদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ আইন মানছে, তাদের আগে আমাদের আইন মানা উচিত।তিনি বলেন, গেলো ২-৩ ঈদের চাইতে এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক কম হয়েছে।
রংপুরের ১৭ জনসহ সারাদেশে ৪০ জন নিহত হয়েছে।সড়কে যানজটের বিষয়ে তিনি বলেন, আসলে আমাদের মনমানসিকতার পরিবর্তন হতে হবে। নইলে যানজট দূর হবে না। যানজট নিরসনে সরকার মেট্রোরেল, ৪ লেনের রাস্তা, এলিভেটেড এক্সপ্রেস ও ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
সড়কমন্ত্রী বলেন, এই ঈদে রাস্তায় যানজট ছিল না। যেটুকু ছিল সেটি শুধু বিএনপির প্রেস ব্রিফিংয়ে। ঈদে সড়কপথে প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙামাটি ছুটে গেছি। সেখান থেকে ঢাকায় ফিরলাম কিন্তু কোনো যানজট পাইনি।মন্ত্রী বলেন, কাঁচপুর ব্রিজ থেকে ঢাকার দিকে একটু যানজট দেখলাম। কারণ গাড়িগুলো এলোপাথাড়ি রাখা, কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা সবার।
প্রধানমন্ত্রীর প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীতে এতো কমিটেড ও ডাইন্যামিক প্রধানমন্ত্রী খুব কমই আছেন। তিনি আমাকে পদ্মা সেতু নিয়ে কম কথা বলতে বলেছেন। আমি বলি না, তবে ঢাকায় থাকলে প্রতি শুক্রবার পদ্মা সেতু প্রকল্প দেখতে যাই। সামগ্রিকভাবে নির্মাণ কাজ ৪৩ শতাংশ সম্পন্ন হয়েছে।