সোহেল রানা,দিনাজপুর(প্রতিনিধি):ভয়াবহ ভুমিকম্পে বিধ্বস্ত নেপালকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সহায়তা হিসাবে দূর্যোগ
ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পরিচালনায় দিনাজপুর জেলার বিরামপুর
থেকে চাল পাঠানো শুরু হয়েছে।গতকাল বুধবার বিকালে উপজেলা খাদ্য গুদামে
চাল পাঠানোর কার্যক্রম উদ্ধোদন করেন উপজেলা নির্বাহী কর্মকতা(ইউএনও) এসএম
মনিরুজ্জামান আল মাসউদ।এসময় উপস্হিত ছিলেন জেলা ত্রান ও পূর্নবাসন
কর্মকতা মো:মোখলেছুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকতা(পিআইও)মো:মনিরুজ্জামান,ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি এলএসডি)খন্দকার
মাহাবুব হোসেন।পিআইও মনিরুজ্জামান জানান,বিরামপুর থেকে চারটি ট্রাকে করে
১শ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে।পযার্য়ক্রমে ৩০০ মেট্রিক টন চাল পাঠানো
হবে।