মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠান পুলিশের
বাধায় পন্ড হয়ে গেছে। শনিবার সকালে উপজেলা ছাত্রদল নেতা ইমরুল কায়েস
এলিছ, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক খান, কলেজ ছাত্রনেতা
আলামিন সাদাত এর সমর্থকরা ডাকবাংলোতে জড়ো হয়ে শুভেচ্ছা মিছিল
নিয়ে কলেজে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে মেক্সি স্ট্যান্ডে আটকিয়ে
দেয়। এসময় তারা পুলিশের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।
ছাত্রদলের নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শনিবার
কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনার আয়োজন করা হয়। সকাল ১০টার
দিকে ছাত্রদল নেতাকর্মীরা কলেজে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধার মুখে পড়ে।
এ সময় উত্তেজনা দেখা দিলে পুলিশ একপর্যায়ে গ্রেফতারের ভয়ভীতি
দেখিয়ে তাদেরকে সরিয়ে দেয়। এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রদলের
নেতাকর্মীরা মিছিল করে ডাকবাংলোতে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে ইমরুল কায়েস এলিছ, মোঃ মঞ্জুরুল হক খান, আলামিন
সাদাতসহ অন্য নেতারা বক্তৃতা করেন। এসময় বর্তমান কলেজ কমিটির
ছাত্রদলের কোন পদধারী নেতাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের
সভাপতি সাইফুজ্জামান তানভীর সরকার এর সাথে মোবাইলে ফোন দিলে
তিনি ফোন রিসিভ করেনি।