সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে ৭দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য
আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার দুপুর ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য
দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই বন্দরের ভেতরে কাজ চলছে।
বাংলাহিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব জানান,
ঈদুল ফিতর উপলক্ষে অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক ২৫জুন-১ জুলাই
পর্যন্ত টানা সাত দিন আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছিল। রোববার দুপুর থেকে
বন্দর দিয়ে দুদেশের মাঝে পন্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঈদুল ফিতর
উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এসময় হিলি ইমিগ্রেশন চেকেপাষ্ট দিয়ে
পাসপোর্টে মানুষ পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।