গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতিনিধি : দুটি মামলার আসামী নওগাঁ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি
আব্দুর রহিমকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক
অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম জেলার রাণীনগর উপজেলার পারইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও নওগাঁ
জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, সম্প্রতি জানা
যায়- আব্দুর রহিম জেলায় নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার পায়তারা চালাচ্ছেন। এমন
তথ্যের ভিত্তিতে বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক অফিসের সামনে রাস্তার পাশে একটি হোটেল থেকে
গ্রেফতার করা হয়েছে।
জাকিরুল ইসলাম আরো জানান, গ্রেফতারকৃত আব্দুর রহিম ইত্যে পূর্বে পুলিশ লাঞ্চিত ও নাশকতার
দুটি মামলার এজাহার ভুক্ত আসামী।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা
দায়েরের প্রত্রিয়া চলছে।