বাংলার প্রতিদিন ডেস্কঃ
আগামী নির্বাচনকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। বিএনপি নির্বাচনে জয়ী হতে পারবে না, ওই দলে এখন শুধু আষাঢ়ের গর্জন।
আজ রোববার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘জোয়ার কি এলো? বিএনপির মরা গাঙ্গে জোয়ার আর আসবে না। আর যেই দল আন্দোলনের পরাজিত, সেই দল নির্বাচনে বিজয়ী হতে পারে না, এটাই আমাদের ইতিহাস।’
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিজয়ী যারা হওয়ার বিরোধী দল হলে আন্দোলনে বিজয়ী হতে হয়। আন্দোলনে যারা ব্যর্থ, আগামী নির্বাচনেও তারা ব্যর্থ। এই জন্যে যাব কী যাব না, হবে কী হবে না এই দ্বিধা-দ্বন্দ্বে ভেতর দিয়ে মিথ্যাচারের টেপ রেকর্ড বাজায়। এটাই বাজাচ্ছে বারে বারে। কী, তাহলে বিএনপির আন্দোলন কী হবে, আন্দোলনে তার আষাঢ়ের, কি আষাঢ় মাস না এখন? আষাঢ়ের তর্জন-গর্জনই সার।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, পেট্রলবোমা মেরে মানুষ মারবেন আর বলবেন, আমার আদালতের বারান্দায় ঘুরছি। সময় বলে দেবে নির্বাচনের সময় আপনার কোথায় থাকবেন, কারাগারে না অন্য কোথায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডিল সদস্য পিষুয কান্তি ভট্রাচার্যের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তব্য দেন সভার প্রধান সমন্বয়ক শেখ হেলাল উদ্দিন, ড. মসিয়ার রহমান, আবদুর রহমান, পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুদ স্বপন, পারভীন আকতার কল্পনা, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাবেক মন্ত্রী তালুকদার আবদুল খালেক ও মিজানুর রহমান।
খুলনা বিভাগের ১১ জেলার আওয়ামী লীলের ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ প্রায় ২৫ হাজার নেতাকর্মী সভায় অংশ নেয়।