অনলাইন ডেস্কঃ
দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক জনদুর্ভোগের। বিশেষ করে দেশের পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাড়িঘর ছেড়ে অনেকে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় মানবেতর অবস্থায় রয়েছেন তারা।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি (ফুলছড়ি পয়েন্টে) বিপদসীমার ১৭ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি (গাইবান্ধা পয়েন্টে) বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তবে তিস্তা নদীর পানি (সুন্দরগঞ্জ পয়েন্টে) ও করতোয়া নদীর পানি (কাটাখালি পয়েন্টে) বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তা ছুই ছুই করছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে।এতে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে নিম্ন ও চরাঞ্চলের রাস্তা-ঘাট, ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বাঁধের ১৫টি পয়েন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানির চাপে যে কোনো মুর্হূতেই বাঁধের অংশগুলো ছিঁড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে মঙ্গলবার যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। ইসলামপুর বেলগাছা মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার পানিতে ডুবে রিপন(১০) নামের এক শিশু মৃত্যু হয়েছে।জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী এবং পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান জানিয়েছেন, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, তুলশিপুর এলাকাসহ জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ২৬টি ইউনিয়ন বন্যায় কবলিত হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সারা জেলায় বন্যায় জলমগ্ন হয়ে পড়ায় ১১২টি সরকারি প্রথমিক বিদ্যালয়,১৯ উচ্চ বিদ্যালয় মাধ্যমিক মাদ্রাসা এবং কলেজসহ সর্বমোট ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।সিলেটে বন্যায় ৮ উপজেলার প্রায় ৫ হাজার পরিবার ও ১ লাখ ৪৯ হাজার ৮৩০ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌলভীবাজার জেলার ক্ষতিগ্রস্ত ৭টি উপজেলার মধ্যে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত কুলাউড়া, বড়লেখা ও জুরি উপজেলা।এদিকে মঙ্গলবার দিনব্যাপী বৃষ্টি হওয়ায় রাজধানীর আশপাশ এলাকার নিচু অঞ্চলে পানি জমে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পানিবন্দি মানুষ। শুধু তাই নয় টানা বৃষ্টিতে রাজধানীর অনেক প্রধান সড়কে পানি জমে যায়। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।