অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশ শেষে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় কবি আরিফ বুলবুল ও সংগীতশিল্পী অমল আকাশসহ পাঁচ সংস্কৃতিকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
সংগঠনের নেতারা জানান, বিকেলে চাষাঢ়ায় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুন্দরবন রক্ষা এবং রামপাল কয়লা ভিত্তিক তাপ-বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার দাবিতে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সেখানে অবস্থান করলে অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত লোহার পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় কবি আরিফ বুলবুল, সমগীত সাংস্কৃতিক সংগঠনের প্রধান সমন্বয়ক অমল আকাশ, গায়েন শিল্পগোষ্ঠীর সংগীতশিল্পী আহমেদ বাবলু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন আহমেদ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে কবি আরিফ বুলবুলের অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিগত সময়ে যারা সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর হামলা করেছিল তারাই পরিকল্পিতভাবে এ হামলা করেছে।