রামগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘ ১৪ বছর পর রামগঞ্জ উপজেলার আ’লীগের ত্রি-
বার্ষিক সম্মেলণ ১৫ই জুলাই শনিবার রামগঞ্জ
শিশুপার্কে অনুষ্ঠিত হবে। সম্মেলণকে সামনে রেখে
উপজেলা আ’লীগের সহ-যোগী সংগঠনের
নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে
পছন্দের প্রার্থী নিয়ে বিভিন্ন
ব্যানার,পেস্টন,সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে মাতিয়ে তুলছে। সম্মেলণকে কেন্দ্র করে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধান মন্ত্রী শেখ
হাসিনার ছবি সম্বলিত উপজেলা ব্যাপী
অর্ধশতাধিক তোরণ, বাহরী রংয়ের রং এর
পোষ্টার,ব্যানার,পেষ্টুন সহ সম্মেলণস্থ শিশুপার্কে
সাজ-সজ্জা, সজ্জিত করতে দেখা যাচ্ছে।
সম্মেলণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্নসাধারণ
সম্পাদক মাহবুবুল আলম হানিফ,বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আ’লীগের
সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,
যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: হারুনুর
রশিদ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার
লাইলী এমপি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভানেত্রী ও
সাবেক এমপি নাজমা আক্তার, জেলা আ’লীগের
সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক
এডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন,যুগ্নসাধারণ
সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন,জেলা আ’লীগের
সাবেক সাধারণ সম্পাদক,ল²ীপুর পৌর মেয়র আবু
তাহের,সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন উপজেলা
আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজান।
সম্মেলণে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে
প্রার্থীরা কেন্দ্রীয় আ’লীগের পাশাপাশি
কাউন্সিলরদের সমর্থন আদায়ে চেষ্টা করছে। জেলা
আ’লীগ সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ গত
সপ্তাহে প্রতিটি ইউনিয়নে কাউন্সিলর তালিকায়
সংশোধণ করেন। সম্মেলণকে সুন্দও সাফল্য করার জন্য
জেলা ও উপজেলা আইন –প্রয়োগ কারী সংস্থার সাথে
দফা দপা বৈঠক করেন। কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান
মুজিবুল হক মুজিব,বশির আহম্মদ ভিপি
মানিক,আবুল হোসেন মিঠু ইছাপুর ইউপির
আমির হোসেন খাঁন,আব্দুস সালাম বলেন
কাউন্সিলরদের ভোটে নেতা তৈরি করার দাবী জানান।
তারা বলেন তৃনমূলে ভোটে সমর্থণে নেতা হলে
সংগঠনের গতিশীল সংগঠন ও কর্মিদের মূল্যায়ন
হবে। বিগত কয়েক বছর যাবত সংগঠনের পিছনে
যাদের ত্যাগ রয়েছে কাউন্সিলরগণ তাদের প্রত্যক্ষ ভোটে
নেতা তৈরি করার দাবী জানান। একাধিক কাউন্সিলরগণ
জানান দলে কোন হাইব্রিড কিংবা অন্য দল থেকে
অনুপ্রবেশ কারী কাউকে নেতা ঘোষনা করলে
সম্মেলণকে ঘিরে নেতাকর্মিদের আমেজ ঘাটতি
হতে পারে। কাউন্সিলরসহ দলের সহযোগী সংগঠনের
নেতাকর্মিরা ¯^ ¯^ নেতাদেরকে সভাপতি ও সাধারণ
সম্পাদক হিসেবে উত্তাপ চড়াচ্ছেন। মাঠে-
ঘাটে,দোকান রেষ্ট রেন্ট এ ও উপজেলার রাজণীতি
মাঠে সম্মেলনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছেন।
কেন্দ্রের থেকে ঘোষনা আসবে না তৃনমূলের ভোটে
নেতা হবে। উপজেলা আ’লীগের সভাপতি হিসেবে
জোর লবিং করছেন বর্তমান আ’লীগের সভাপতি
বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব মো: শাহজান,জেলা
আ’লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম,
এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাবেক উপজেলা
চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,
সাধারণ সম্পাদক পদে উপজেলা চেয়ারম্যান আকম
রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন
দেওয়ান বাচ্চু,সাবেক মেয়র বেলাল আহম্মদ, সাবেক
ছাত্র নেতা আকবর হোসেন