অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ বুধবার দুপুরে মারামারি হয়। মারামারি ঠেকাতে পুলিশের এলোপাতাড়ি লাঠিপেঠায় আহত হয়েছেন ছাত্রলীগের দুই কর্মী।
বিবদমান এ দুই পক্ষ সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষ ওবায়েদ ও সম্রাট পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকবার ব্যর্থ হয়। পরে দামপাড়া পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। এ সময় পুলিশ বেড়ধক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের বেড়ধক পিটুনিতে গুরুতর আহত হন কলেজ ছাত্রলীগের দুই কর্মী।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিপেটা করেছে।
এর আগে মঙ্গলবার দুপুরে মেয়র নাছির সমর্থিত এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।