বাংলার প্রতিদিন ডেস্কঃ
রাজধানীর রামপুরায় নিজ বাসার সামনে কাজী মাসুদ পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ওয়ার্ড যুবলীগের নেতা বলে জানা গেছে।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মাসুদের বাবা কাজী নুরুল হক জানান, তাঁরা রামপুরা মহানগর প্রকল্প এলাকায় থাকেন। বাসার সামনে দুর্বৃত্তরা পায়ে হেঁটে এসে মাসুদকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
কাজী নুরুল জানান, মাসুদ পেশায় ঠিকাদার ও স্থানীয় যুবলীগ নেতা। কারা কেন মাসুদকে গুলি করেছে তা জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, খবর পেয়ে তিনি নিজেই ঢাকা মেডিকেল এসেছেন। মাসুদের দুই পায়ে গুলি লেগেছে। তিনি সুস্থ হলে কারা তাঁকে গুলি করেছে তা জানা যাবে।
ওসি জানান, মাসুদ ওয়ার্ড যুবলীগ নেতা বলে পুলিশ জানতে পেরেছে।