গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ সুস্থ সাংস্কৃতিক চর্চা
বিকাশের লক্ষ্যে ‘সৃজন ছন্দে জাগাও তোমার প্রাণ’ শিরোনামে
নৃত্যরেখা পারফর্মিং আর্টস একাডেমীর উদ্যোগে ও গাইবান্ধা
সুরবানী সংসদের সহযোগিতায় শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী
মিলনায়তনে দেশব্যাপী এক নৃত্য প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবুর সভাপতিত্বে সমাপনী ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা
পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রতিযোগিতা উদ্বোধন
এবং পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট
সমাজ ও সাংস্কৃতিক কর্মী একেএম শামীম আহমেদ, সুরবানী
সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান ও প্রতিযোগিতা
পরিকল্পনা ও পরিচালনাকারি একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী ও
নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
আশিকুর রহমান আশিক।
সুরবানী সংসদ ও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩ থেকে ১৪
জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই নৃত্য প্রতিযোগিতায় গাইবান্ধা
জেলাসহ পার্শ্ববর্তী রংপুর, বগুড়া, শেরপুর, জয়পুরহাট, নঁওগা, হিলি,
গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদর উপজেলার ৬৫ জন নৃত্য শিল্পী
৩টি বিভাগে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। চুড়ান্ত
পর্বে ২১ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ নেয়।
বিজয়ী নৃত্য শিল্পীদের মধ্যে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, রৌপ্যতাজ,
মেডেল ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় প্রদান করা হবে। এছাড়া প্রতিটি
গ্র“পের প্রথম রানার্সআপ ৫ হাজার টাকা ও মেডেল ক্রেস্ট, সনদপত্র,
উত্তরীয় এবং দ্বিতীয় রানার্সআপকে ৩ হাজার টাকা ও মেডেল ক্রেস্ট,
সনদপত্র, উত্তরীয় ও প্রতিযোগিতায় সেরা সাতজনকে সনদপত্র প্রদান করা
হয়।