যশোর প্রতিনিধি: চৌগাছায় অভিনব কায়দায় কাঁঠালের ভেতরে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মাদক বিক্রেতা সুলতান মন্ডল উপজেলার নগরবর্নী গ্রামের মুনতাজ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে চৌগাছা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চৌগাছার মেইন বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চা৮লিয়ে সুলতান মন্ডলের কাছ থেকে একটি কাঁঠাল জব্দ করে। পরে কাঁঠালের নিচের অংশের খোসা খুললে বেরিয়ে আসে ২২ বোতল ফেনসিডিল।
সুলতার মন্ডল কাঁঠালের ভেতর করে অভিনব কৌশলে ফেনসিডিলগুলো যশোরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।