চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএনসিসি’র
৩১নং ওয়ার্ডের টাউনহল, মোহাম্মদপুর এলাকায় একটি বিশাল র্যালী বের
করা হয়। এসময় র্যালীর পাশাপাশি লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা ও মশক
নিধন কার্যক্রম পরিচালিত হয়। উক্ত র্যালীতে ঢাকা উত্তর সিটি
কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনিসুল হক, ঢাকা মহানগর উত্তর
আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব সাদেক খান, প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ব্রিঃ জেঃ এস এম সালেহ ভূইয়া, অঞ্চল-৫ (কারওয়ান বাজার) এর
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপ-সচিব), জনাব এস এম অজিয়র
রহমান, ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ সফিকুল ইসলাম, ৩৪নং
ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ আবু তাহের খান, ৩৩নং ওয়ার্ডের
কাউন্সিলর জনাব তারেকুজ্জামান রাজিব, ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব
মোঃ নুরুল ইসলাম রতন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেওয়ান মোঃ
শাখাওয়াত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাননীয় মেয়র বলেন, চিকুনগুনিয়া দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য মশক
নিয়ন্ত্রণ কার্যক্রম তিনগুন বাড়ানো হয়েছে। প্রত্যেক আঞ্চলিক
নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরগণের নেতৃত্বে জনসচেতনতামূলক
কর্মকান্ড জোরদার করা হয়েছে। নগরবাসী কে অনুরোধ করেন তাদের নিজ
নিজ বাড়ি ঘর পরিস্কার রাখুন, মশক কর্মীদেরকে সহায়তা করুন। মশক
নিধন কর্মীরা আপনার বাসা বাড়ির আশে পাশে ঔষধ দিচ্ছেন।
তিনি আরও বলেন, জলাবদ্ধতার মূল কারণ ওয়াসার ড্রেন ও খাল ভরাট ও জবর দখল
অবস্থায় রয়েছে। খাল ড্রেনগুলো পুরনুদ্ধার ও পরিস্কার করলে জলাবদ্ধতা থাকবে
না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।