অনলাইন ডেস্ক,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়া এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন।
স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার আগে সেখানে দ্রুততম সময়ের মধ্যে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চালু করারও নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার কর্মসূচির লাইন ডাইরেক্টর ডা. আবুল হাশেম আজ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের কাজ শুরুর জন্য স্থানীয় বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের সাথে বৈঠক করেছেন।
আগামীকাল বুধবার ত্রিপুরা পাড়া ও সন্নিহিত আক্রান্ত এলাকার প্রতিটিতে একটি করে দু’টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, একটি করে স্যাটেলাইট স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পনের বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের হাম রোগের প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, ত্রিপুরা পাড়ার শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ৬ স্বাস্থ্য সহকারীকে বদলী করা হয়েছে।
তাদেরকে তিন দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। আজ চট্টগ্রাম সিভিল সার্জন এই বদলীর আদেশ জারি করেন।
চট্টগ্রামের সংক্রামক ব্যাধি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ২০ জন রোগী সুস্থ হয়ে আজ বাড়ি ফিরে গেছে। বাকিরাও আশাঙ্কামুক্ত।
সকলকে বিনামূল্যে ঔষধ, পরীক্ষা-নিরীক্ষা, পথ্য ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।