অনলাইন ডেস্কঃ
শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
জামিন বাতিলের বিষয়ে করা আবেদনের শুনানি শেষে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির। আর চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম।
এই রায়ের ফলে ওই চেয়ারম্যানকে বিচারের সম্মুখীন হতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী শাহরিয়ার কবির।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। ঘটনার পরের দিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।
ওই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনটি করা হয়। শুনানি শেষে ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাঁদপুর শিশু আদালতের বিচারক ওই চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষে আদালত আজ রায় দেন।