সোহেল রানা,হিলি সংবাদদাতা:দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি সীমান্তের
চুড়িপট্রি এলাকায় এক অভিযান চালিয়ে ১কেজি গান পাউডার ও ৫টি হাতবোমাসহ
২জনকে আটক করে র্যাব ১৩।আজ শনিবার সকালে সীমান্তের চুড়িপট্রি এলাকা থেকে
এগুলো উদ্দার করা হয়।র্যাব-১৩ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে আজ
শনিবার সকালে চুড়িপট্রি এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত শহীদ হোসেনের
ছেলে কালু মিয়া (২৫) এবং একই এলাকার আবুল খায়েরের ছেলে সোহাগ ওরফে
সৌরভ(২৬)কে আটক করে যার্ব।পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১কেজি গান
পাউডার এবং ৫টি হাতবোমা উদ্ধার করে যার্ব-১৩।এরপর তাদেরকে জিঙ্গাসাবাদের
জন্য দিনাজপুর র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।