অনলাইন ডেস্ক,
সাংবাদিকদের নিরাপত্তায় খুব শিগগির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মো. ইকবাল সোবহান চৌধুরী।
গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ইকবাল সোবহান।
শিগগিরই ৫৭ ধারা সংশোধন করা হবে উল্লেখ করে ইকবাল সোবহান বলেন, ‘ইতিমধ্যেই আইনমন্ত্রী বলেছেন ৫৭ ধারা বাতিল করা হবে। সাংবাদিক সমাজের পক্ষ থেকেও কিন্তু এটা দাবি করা হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে, সেখানে যে কোনো আইন যদি নিবর্তনমূলক হয়, সেটি কিন্তু এই বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর এই মুক্ত গণমাধ্যমের সাথে সম্পর্কযুক্ত হয় না।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি নবম ওয়েজবোর্ড তথ্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সেটি দ্রুত গঠন করা হবে। আগে শুধু প্রিন্ট মিডিয়া ওয়েজবোর্ডের আওতায় ছিল। এবার ইলেকট্রনিক মিডিয়াকেও এর আওতায় আনা হবে।
শুক্রবারের ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর খালেদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারফ হোসেন পাকবীর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াসিন মুহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামছুল আলম হিরু, পৌরসভার মেয়র মো. শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ।
আলোচনা শেষে গাইবান্ধা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।