সোহেল রানা,হিলি সংবাদদাতা:দিনাজপুরের ঘোডাঘাট পৌরসভা নিবার্চনে মেয়র পদে
১০জন,সাধারন সদস্য পদে ৬২জন,এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জনের মাঝে
প্রতীক বরাদ্দ দিয়েছে নিবার্চন কমিশন।জেলা নিবার্চন ও ঘোডাঘাট পৌরসভা
রিটানিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান,মেয়র পদে বিএনপি সমর্থিত ও
সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন(ধানের শীর্ষ),আওয়ামীলিগ সমর্থিত ইউনুস
আলী(নৌকা),জাতীয়পার্টি সমর্থিত রাজু আহাম্মেদ(লাঙ্গল),সাম্যবাদী দলের
আশরাফ(চাকা),আসিফ ইকবাল মানিক(চামুচ),আবুল কালাম আজাদ(ডাব গাছ),ইয়াদ
আলী(কম্পিউটার),আব্দুল মান্নান(মোবাইল ফোন),আমিনুর ইসলাম(কেরাম
বোর্ড),দিলজার হোসেন (জগ)কে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।মেয়র পদে
২জন,সংরক্ষিত আসনের ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে এবং সাধারন সদস্য
পদে ১ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে।উল্লেখ্য যে আগামি ৭ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।