নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের সিংড়ায় আইসিটি ক্যারিয়ার ক্যম্পের সংবাদ সংগ্রহ করতে
গিয়ে কুইজ প্রতিযোগিতায় একটা বাক্যের অনুবাদ করে পুরস্কার জিতে
নিল প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক খোলা কাগজের
প্রতিনিধি নাইমুর রহমান।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় সিংড়া গোলই আফরোজ
সরকারী কলেজ চত্বরে এলআইসিটি প্রকল্পের আওতায় আইসিটি ক্যারিয়ার
ক্যাম্প অনুষ্ঠানে এই পুরস্কার পান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পর্ব শেষ করে শুরু হয় শিক্ষার্থীসহ আগত
সকলকে নিয়ে আইসিটি বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠান চলাকালীন সময় প্রতিমন্ত্রী পলক একে একে প্রশ্ন ছুড়ে দেন আর
নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে উত্তর আহবান করেন।
এসময় প্রতিমন্ত্রী প্রশ্নের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জন এফ
কেনেডীর বিখ্যাত উক্তির অনুবাদ চান। এ অবস্থায় সাংবাদিক নাইমুর রহমান
তাৎক্ষনিক ভাবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অনুবাদটি পাঠান।
এসময় প্রতিমন্ত্রী উত্তরদাতাদের মধ্য থেকে
সঠিক উত্তরদাতা হিসাবে নাইমুর রহমানকে বেছে নেন এবং তাকে ফোন
করে মঞ্চে ডেকে নিয়ে পুরস্কার হিসাবে একটি স্মার্ট ফোন তার হাতে
তুলে দেন। প্রতিমন্ত্রী এসময় নাটোর প্রেসক্লাবের সাংবাদিকদের ভুয়সী
প্রশংসা করেন।
পরে পুরস্কারটি নাটোর প্রেসক্লাবকে উৎসর্গ করেন নাইমুর রহমান। এই
ঘটনায় খুশিতে উদ্বেলিত হয়ে ওঠেন সাংবাদিকসহ প্রিয়জনরা।