অনলাইন ডেস্কঃ
‘মামলার ভয়ে খালেদা জিয়া বিদেশ চলে গেছেন, তিনি আর ফিরবেন না’—এ ধরনের বক্তব্য যাঁরা দিচ্ছেন, তাঁরা আসলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব কথা বলছেন বলে ধারণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা এ মন্তব্য করেন। বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট এ সভার করে।
গত ১৫ জুলাই সন্ধ্যার পর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা পরিষ্কার বলতে চাই, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য যাচ্ছেন। চিকিৎসাই একমাত্র উদ্দেশ্য। সেখানে যেহেতু আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন এবং তিনি আমাদের নেত্রীর সন্তান। সেখানে আলাপ-আলোচনা হবে এ নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই।’
খন্দকার মোশাররফ সেদিন আরো বলেন, ‘অতি শিগগির খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসবেন। দেশে ফিরে এসে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়ার কথা। তিনি ফিরে এসে সে রূপরেখা দেবেন।’
কিন্তু এর দুদিনের মাথায় সচিবালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে একজন অনেক আগে থেকেই লন্ডনে আছেন। আর দলের শীর্ষ নেত্রী মামলার ভয়েই লন্ডনে টেমস নদীর পাড়ে চলে গেছেন। তিনি (খালেদা জিয়া) আর ফিরে আসবেন কি না, এ নিয়ে চারদিকে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সবার মধ্যে আলোচনা চলছে।’
আজ তার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটা জরিপ করেছিল তারা (আওয়ামী লীগ) গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে। জরিপে দেখেছে, আওয়ামী লীগের অবস্থা কাহিল। এই আওয়ামী লীগ নিজেরাই ষড়যন্ত্র করছে আগামী নির্বাচন নিয়ে। দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথা থেকে জেনেছেন, খালেদা জিয়া বিদেশে চলে গেছেন, তিনি আর ফিরবেন না। নিশ্চয়ই এসব বক্তব্য ষড়যন্ত্রমূলক।’
হেরে যাবে বুঝতে পেরেই সরকার একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
৫ জানুয়ারির মতো আর একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে ড. মোশাররফ বলেন, সহায়ক সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে।
সরকারের নীলনকশা বাস্তবায়নে নির্বাচন কমিশন রোডম্যাপ দিয়েছে এমন অভিযোগ করে বিএনপি নেতা বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে এই রোডম্যাপ কোনো সুফল দেবে না।