রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি: শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বৈরী আবহাওয়া এবং পদ্মার তীব্র স্রোতের সাথে বড় বড় ঢেউয়ের কারনে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। সোমবার সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে।শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, সোমবার সকাল থেকে ঘাট এলাকায় ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি আছে। বৈরী আবহাওয়ার কারণে ফেরিগুলো চলাচল করতে ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পর থেকে ফেরি সংখ্যা কমিয়ে দেওয়া হয় দূর্ঘটনা এড়াতে। যাত্রীবাহি যানবাহনগুলোকে প্রধান্য দিয়ে ফেরিতে আগে উঠতে দেওয়া হচ্ছে। এই রুটে বর্তমানে ১০টি ফেরি চলছে.