বলিউডে গত একমাসেরও বেশি সময় ধরে সবচেয়ে বেশি আলোচনা হয় যে নামটি নিয়ে তা হচ্ছে সামলান খান। বিষয় ৫০ বছর বয়সী এ অভিনেতার বিয়ে। ব্যাচেলর তকমা ছেড়ে বিয়ে করছেন রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্টুরকে। তবে এখনও নিজে বিষয়টি স্বীকার করেননি সালমান। বলেছেন তিনি বিয়ে করলে টুইট করেই জানাবেন। তার এমন বক্তব্যে ক্ষণিকের জন্য বিয়ের আলোচনা বন্ধ হলেও সম্প্রতি লুলিয়াকে নিয়ে সুলতানের শুটিংয়ে বুদাপেস্টে চলে যাওয়ায় জল্পনায় নতুন বাসা বাঁধে। জানা গেছে, ২রা জুন থেকে ৬ই জুন পর্যন্ত টানা চারদিন বুদাপেস্টে অবস্থান করেছেন সালমান ও লুলিয়া। সেখানে শুটিংয়ের কাজের পাশাপাশি প্রেমিকার তদারকিও করতে হয়েছে বলিউড এ সুপারস্টারকে। তবে শুটিং শেষ করে এখন মুম্বইতে ফিরেছেন সালমান ও লুলিয়া। বলিউড সংবাদমাধ্যম স্পটবয় এমনটাই খবর প্রকাশ করেছে