স্পোর্টস ডেস্ক ,
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। অবশ্য দুর্বল বিজেএমসির বিপক্ষে এই জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। এই ম্যাচে কোনোমতে ১-০ গোলে জিতেছে তারা।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামালের জয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড নুরুল আবসার। ম্যাচের ৫৪ মিনিটে লক্ষ্য ভেদ করেন তিনি আলী হোসেনের ক্রসে বল পেয়ে চমৎকার প্লেসিং শটে।
প্রবল বৃষ্টির কারণে মাঠ ছিল বেশ ভারি। তাই খেলায় ছিল না খুব একটা গতি। তারপরও অতিকষ্টে তিন পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা।
আসরে এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছিল বিজেএমসি। আর শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে।
এই জয়ের সুবাদে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট ঝুলিতে পুরেছে শেখ জামাল। আর সমান দুই ম্যাচ থেকে বিজেএমসি পেয়েছে মাত্র এক পয়েন্ট।