নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের এক পল্লী চিকিৎসকের ছেলে ইয়াবা ট্যাবলেট ও চোরাই
মোটরসাইকেল সহ শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।’
গ্রেফতারকৃতর নাম, রইসুল ইসলাম। সে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের কলাগাঁও গ্রামের
মাইজহাঁটির মোড়ের পল্লী চিকিৎসক ডা. আবদুল মান্নানের ছেলে। ’
জানা গেছে, তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের
নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে বড়ছড়া শুল্ক ষ্টেশনে যাবার পথে রইসুলকে
মোটরসাইকেল সহ আটক করে। পরে পুলিশ তার শরীর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ পিস
ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন সেট জব্দ করে। এছাড়া বৈধ কোন কাগজপত্র ও রেজিওেষ্টশনর না
থাকায় ডায়াঙ্গ রানার নামের ১০০ সিসি একটি চোরাই মোটরসাইকেলও এ সময় জব্দ করা হয়।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বললেন, উপজেলার কলাগাঁও সীমান্তের পল্লী চিকিৎসক ডা.
আবদুল মান্নানের ছেলে শুধু রইসুল নয় তার আরেক ছেলে সীমান্তের ইয়াবা, হুন্ডি এপার ওপারের
মোটরসাইকেল চুরি একাধিক ঘটনার সাথে জড়িত রয়েছে। ’ ## ০৪.০৮.১৭