স্পোর্টস ডেস্ক ঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ঢাকার পর এখন চট্টগ্রামে চলছে মুশফিক-তামিমদের অনুশীলন। এবার নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এক দলের নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং অন্য দলটির অধিনায়ক ওপেনার তামিম ইকবাল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি শুরু আগামীকাল থেকে। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
গত ১০ জুলাই মিরপুরে ফিটনেস ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয়েছিল মুশফিকদের প্রস্তুতি ক্যাম্প। এরপর তাঁরা চট্টগ্রামে যান গত ৪ আগস্ট। এ ম্যাচের পর মূল দল ঘোষণা হতে পারে।
সব কিছু ঠিক থাকলে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা আগামী ১৮ আগস্ট। সফরে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।
তামিমের নেতৃত্বে দল : তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবীর হায়দার, সাঞ্জামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সাকলাইন সজীব।
মুশফিকের নেতৃত্বে দল : মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশীষ রায় ও নাঈম হাসান।