মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটরে পাঁচবিবিতে গত ৩ দিনের টানা বর্ষনে ঘর বাড়ী সহ আমন ও
রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। গত বৃহস্প্রতিবার থেকে আজ শনিবার
পর্য়ন্ত টানা ৩ দিনের বর্ষনে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দী
হয়ে পড়েছে। অনেক এলাকার কাঁচা পাকা রাস্তা গুলো পানির ¯্রােতে ভেঙ্গে
ও মাটির তৈরীর ঘর ধসে গেছে। অতিরিক্ত পানির কারনে কৃষকের শত শত
পুকুরে ভরে মাছ বাহির গেছে। পাহাড়ী ঢলের কারনে পাঁচবিবি উপজেলার
উপর দিয়ে বয়ে ছোট্ট যমুনার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার অনেক আমন
ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। রবি শস্যের ভরা মৌসৃম হওয়ায়
পানির কারনে তা নষ্ঠ হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অপর দিকে টানা
বর্ষনের কারনে নি¤œ আয়ের মানুষজন কাজ করতে না পারায় অনাহারে
দিনানিপাত করছে। রাস্তা গুলো পানিতে তলিয়ে যাওয়ায় এবং পানির ¯্রােতে
ভেঙ্গে যাওয়ার ফলে সাধারণ মানুষের চলাচলের বিঘœ সৃষ্টি হয়েছে।