বাংলার প্রতিদিন ডেস্ক ঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতিকে বিতর্কিত করেছে বিএনপি। যতদিন তারা রায়টিকে রাজনৈতির হাতিয়ার করবে, ততদিন আওয়ামী লীগ নেতাদের কথা বন্ধ হবে না।’
আজ সোমবার রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাহাত্তরের সংবিধান প্রণয়নের সঙ্গে জড়িত থেকে কীভাবে ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে কথা বলছেন, সেই প্রশ্ন তোলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘২ তারিখে রায় দিল। আমরা কিন্তু কোনো কথা বলিনি। আমাদের কথা বলা শুরু হয়েছে ৯ তারিখের পর। একতরফাভাবে বিএনপি এটাকে লুফে নিয়েছিল। তারা যখন বলতে শুরু করল আমাদের যদি লজ্জা থাকে আমাদের পদত্যাগ করা উচিত। তখনই আমরা কথা বলতে শুরু করলাম। আজকে যদি কেউ প্রধান বিচারপতিকে বিতর্কিত করে থাকে, তা করেছে বিএনপি। ’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।