প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী ও
নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও
জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষক ও শিক্ষার্থীদেও সমন্বয়ে এক শোক র্যালী পৌর শহরে বের করা হয়। শোক র্যালী শেষে
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজার
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) মো. নাসিম আহম্মেদ, আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী
শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, যূগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ
মো. মাসুদুর রহমান মাসুদ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান শাহ
কামরু, কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, ইউপি চেয়ারম্যান মো. মানিক
রতন, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান ভ্ধূসঢ়;ট্ট, সৈদয় মেহেদী হাসান রুবেল
প্রমূখ।
এদিকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ যৌথভাবে সকালে জাতির জনকের
প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন
করা হয়। শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
হয়। রক্তদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পরে পৌর শহরে
এক বিশাল শোক র্যালী বের করে।
একইভাবে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে কলেজ অধ্যক্ষ মো. জিল্লুর
রহমানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহ মো.
আব্দুল কুদ্দুস, প্রভাষক গোলাম কিবরিয়া, প্রভাষক চন্দনা মন্ডল, প্রভাষক আব্দুল আলিম,
প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ প্রমূখ।
এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা
মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কমান্ডার মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র্যালী উপজেলা সদরে
বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোছা. মৌসুমী আফরিদার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শিবলী সাদিক এমপি। এতে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোশারাফ হোসেন, বীর
মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার
বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, সাংবাদিক এম. রুহুল
আমিন প্রধান প্রমুখ।