সেলিম হায়দার,তালা:
সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। এ দিন শোক আর শ্রদ্ধায়
জাতির পিতাকে স্মরণ করছেন তালা উপজেলা সর্বস্তরের মানুষ। সরকারি-
বেসরকারি সব প্রতিষ্ঠান ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন
করছে।
শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে
উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমি চত্বরে
শেষে হয়। এরপর শিল্পকলা একাডেমি হলরুমে জাতীর জনক বঙ্গবন্ধু
প্রতিকৃতিতে ফুল দিয়ে সর্বপ্রথম সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) মাননীয়
সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,
তালা প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন
সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনজিও বিভিন্ন রাজনৈতিক দল
শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-
১(তালা-কলারোয়া) মাননীয় সংসদ এ্যড. মুস্তফা লুৎফুল্লা।
তালা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার
মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ
চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,
সহকারী কমিশনার(ভুমি) মোঃ লিটন আলী কেন্দ্রী যুবলীগের যুগ্ন-
সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক
ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা ডিগ্রী
কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল
ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান,
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, তালা
উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন,
উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা
থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান
এ্যাড. আব্দুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পাড়
গোলাম মোস্তফা, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ। এসময়
আ’লীগ’র সহযোগী সংগঠনের নেতৃবন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের
শিক্ষার্থী, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত
ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনা
করে মোনাজাত করা হয়।