শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

লালপুরে একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-১ বিএনপি’র কর্মসূচী স্থগিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৩৯৮ বার পড়া হয়েছে

 

ডেক্স রিপোর্ট,নাটোর.
আগামী ২০ আগস্ট নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে কয়েক’শ গজের
মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় কর্মসূচীর আয়োজনকে কেন্দ্র করে ধাওয়া-
পাল্টা ধাওয়ায় রাজ্জাক (২৫) নামের এক আওয়ামীলীগ কর্মী আহত হয়েছে। আহত
রাজ্জাক গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া মহল্লার আব্দুল করিমের ছেলে। শান্তি
শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় স্থানীয় বিএনপি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওই
কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন।
জানা যায়, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যু
বার্ষিকী উপলক্ষে লালপুর বিএনপি ফজলুর রহমানের গৌরীপুরস্থ বাড়ী সংলগ্ন
ঈদগাহ মাঠে ২০ আগস্ট স্মরণ সভার আয়োজন শুরু করে। অপর দিকে একই সময়ে
স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পার্শ্ববর্তী গৌরীপুর স্কুল এন্ড কলেজ
মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আহবান করে। এতে ১৯ আগস্ট
সকালে উভয় দলের স্থানীয় নেতা কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা
ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন
অর রশিদ পাপ্পু বলেন, আজ সকালে (১৯ আগস্ট) একদল দুষ্কৃতিকারী গৌরীপুরস্থ
মরহুম ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে
অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং স্মরণসভা মঞ্চ ভাংচুর ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি
ছুঁড়ে এলাকায় ত্রাস সৃস্টি করে। সেখান থেকে তারা লালপুর সদরে গিয়ে
বিএনপি’র অফিস ভাংচুর, মূল্যবান কাগজ পত্র ও ব্যানার ছিঁড়ে সবকিছু তচনচ
করে।
এ প্রেক্ষিতে ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি ও জাতীয় শোক দিবস উপলক্ষে উক্ত আলোচনা সভার আয়োজক আমিনুল
ইসলাম জয় বিএনপি’র অভিযোগ অস্বীকার করে বলেন, জাতীয় শোক পালনে লালপুর
আওয়ামীলীগের মাস ব্যাপি কর্মসূচী অনুযায়ী ২০ তারিখে গৌরীপুর স্কুল এন্ড
কলেজ মাঠে আমার ইউনিয়নের নির্ধারিত কর্মসূচী রয়েছে। বিএনপি অহেতুক
এই নোংড়া অপপ্রচার চালাচ্ছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন,
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎতের মাস উপলক্ষে উপজেলার ১০
ইউনিয়ন ও পৌরসভা মিলে মোট ৯৯টি ওয়ার্ডে মাস ব্যাপি আমাদের
কর্মসূচী রয়েছে। তারই অংশ হিসেবে ২০ আগস্ট গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে
আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী। মিথ্যাচারে ভরা বিএনপি’র কোন
কর্মসূচী আছে বলে আমার জানা নেই। তবে পারিবারিক ভাবে যদি হয়েও থাকে,
তাহলে মরহুম ফজলুর রহমানের বাড়ির সামনে গালিগালাজ তাদের দলের লোকরাই করেছে।
কারণ দলীয় অন্তর্দ্বন্দ্বের জন্য গত রমজান মাসে কয়েকবার বিএনপি’র ইফতার
পার্টিও ভুন্ডুল হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটলে তাদের দলের
লোকরাই ঘটিয়েছে। বরং অন্যায়ভাবে আমার দলের এক নিরীহ কর্মীকে মারধর করেছে
বিএনপি কর্মীরা।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, গুলাগুলি হয়নি। ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছিল
আমি ঘটনাস্থলে পৌঁছলে সবাই পালিয়ে যায়।
কথা বলার সময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, আমি এখন
ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি। এখানে গুলাগুলি বা ধাওয়া-পাল্টা ধাওয়ার কিছু দেখছি
না। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। শুনলাম সাংবাদিক সম্মেলন করে বিএনপি
তাদের কর্মসূচী প্রত্যাহার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451